Thursday, May 16, 2024
রাজ্য​

মহারাজ কি এবার বিজেপিতে? ইঙ্গিতপূর্ণ উত্তর দিলেন দিলীপ ঘোষ

কলকাতা: রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হিসাবে কয়েকজনের নাম শোনা যায়। তবে সবচাইতে বেশি শোনা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামই। সেই জল্পনা আরও বেড়ে গেল রবিবার রাজ্যপালের সাথে দীর্ঘ সময় বৈঠকের পর। এবার সোমবার একই মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মহারাজ। যা নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, ‘ভালো’ লোকেদের বিজেপিতে আহ্বান জানাচ্ছে পদ্ম শিবির।

সৌরভের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, আমার কিছু জানার নেই। উনি কি করবেন, কি না করবেন। তিনি আমাদের সম্মানীয় ব্যক্তি। আমাদের ক্যাপ্টেন ছিলেন। রাজ্যপালের সঙ্গে সৌরভের বৈঠক নিয়ে দিলীপবাবুর প্রশ্ন, রাজ্যপালের সঙ্গে সৌরভের বৈঠক নিয়ে এত জল্পনার কি আছে? পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা শোচনীয়। তাই ‘ভালো’ লোকেদের বিজেপিতে আহ্বান জানানো হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতির কথায়, তাঁর মতো সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত।

বিধানসভা ভোটের আগে দিলীপের এই মন্তব্য যথেষ্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দাদার নাম একাধিবার উঠে এসেছে। বঙ্গ সফরে এসে সেই জল্পনা আরও উসকে দেন অমিত শাহ। তিনি জানান, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তালিকা অনেক দীর্ঘ। তা নেহাৎই ছোটো নয়। তাত্‍পর্যপূর্ণভাবে তিনি বলেন, বাংলার ভূমিপুত্রই হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সৌরভের সম্ভাবনার দিকটিও তুলে ধরেন শাহ।

এছাড়া মহারাজের ৪৮ তম জন্মদিনে সৌরভের স্ত্রী ডোনার ইঙ্গিতবহ মন্তব্যে সেই জল্পনা আরও তীব্র হয়। রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী ‘মুখ’ হয়ে উঠবেন কিনা, সেই প্রশ্নের জবাবে ডোনা জানান, সৌরভ যে পিচেই খেলেন, সেখানেই শীর্ষে থাকেন। রাজনীতিতে যোগ দিলে সেখানেও সৌরভ ‘শীর্ষে’ থাকবেন। এছাড়াও দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন ডোনা। তাতে আরও বাড়ে জল্পনা।

রবিবার রাজ্যপালের সঙ্গে দু’ঘণ্টা বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লির ফিরোজ শাহ কোটলায় একই মঞ্চে সৌরভ এবং অমিত শাহ। যা নিয়ে আসন্ন বিধানসভা ভোটের আগে আরও বাড়ালো জল্পনা। উল্লেখ্য, ফিরোজ শাহ কোটলায় প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচনে একই মঞ্চে উপস্থিত থাকবেন সৌরভ এবং শাহ।