দেশের প্রথম চালকহীন মেট্রো ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি: আজ, সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের প্রথম চালকহীন মেট্রো ট্রেন (India’s first driver-less train) পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি মেট্রোর ম্যাজেন্ডা লাইনে (Delhi Metro’s Magenta Line) আপাতত জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিকাল গার্ডেন পর্যন্ত এই চালকহীন মেট্রো ছুটবে। এছাড়াও এদিন বিমানবন্দর এক্সপ্রেস লাইনে ন্যাশনল কমন মোবিলিটি কার্ডের (এনসিএমসি) পরিষেবার উদ্বোধন করেন নমো।
মোদী বলেন, নয়া মাইলস্টোন স্পর্শ করলো ভারত। ১৩০ কোটির বেশি জনসংখ্যার দেশে স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের আর্থিক এবং কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ রাজধানী হল দিল্লি। সেই গৌরব ফুটে ওঠা দরকার। আমার বিশ্বাস, আমরা সবাই একসঙ্গে কাজ করব। দিল্লিবাসীর জীবন আরও উন্নত করতে পারব এবং শহরকে এগিয়ে নিয়ে যাব।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) জানিয়েছে, বিশ্বের মাত্র সাত শতাংশ মেট্রো পরিষেবা স্বয়ংক্রিয়। সোমবার সেই তালিকায় যুক্ত হল দিল্লির মেট্রোর নামও।
২০২১ সালের মাঝামাঝি পিঙ্ক লাইনে (মজলিস পার্ক-শিববিহার) চালকবিহীন মেট্রো ট্রেন পরিষেবা শুরু হবে বলে আশাবাদী সরকার। এদিন ম্যাজেন্টা লাইনে জনকপুরী-বোটানিকাল গার্ডেন পর্যন্ত পরিষেবা চালু হওয়ার সাথে সাথে ৩৭ কিমি ব্যাসার্ধের মধ্যে দিল্লি-এনসিআরের যাত্রীরা অত্যাধুনিক পরিষেবা পাবেন।
কেন্দ্রীয় সরকারের দাবি, মানুষ ভুল করে থাকে, তবে চালকহীন ট্রেন সেটা করবে না। সেজন্য আগামীদিনে অন্যান্য লাইনেও স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা চালু করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ২০২২ সালের মধ্যে দিল্লি মেট্রোর সব লাইনে স্বয়ংক্রিয় মেট্রো ছুটবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

