Sunday, May 19, 2024
বিনোদন

সোনু সুদকে পাঞ্জাবের ‘আইকন’ ঘোষণা করল নির্বাচন কমিশন

লুধিয়ানা: লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে অভিনেতা সোনু সুদের (Sonu Sood) ভূমিকার কথা সকলের জানা। এবার তাঁর মুকুটে যোগ হল নয়া পালক! তাঁকে পাঞ্জাবের ‘আইকন’ ঘোষণা করল নির্বাচন কমিশন।

এবার নির্বাচন কমিশন পাঞ্জাবের ‘আদর্শ ব্যক্তিত্ব’র মর্যাদা দিল সোনু সুদকে। পাঞ্জাবের রাজ্যপাল ভিপি সিং টুইটে সোনু সুদকে শুভেচ্ছা জানিয়েছেন।

লকডাউনে তিনি হয়ে উঠেছিলেন দুস্থ-দরিদ্রদের ‘মসিহা’। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর পাশাপাশি বহু দুস্থ পরিবারের পাশেও দাঁড়ান সোনু সুদ। বহু অনাথ শিশুর দায়িত্বও নেন তিনি। হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচও জুগিয়েছেন তিনি। দুস্থ পরিবারের সন্তানদের স্কলারশিপের ব্যবস্থাও করে দিয়েছেন। আন্তর্জাতিক স্তরেও প্রশংসা করা হয়েছে তাঁকে। এবার তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করল পাঞ্জাব নির্বাচন কমিশন।

সোনু সুদের মানবিকতাবোধ, দায়িত্বজ্ঞান, সচেতনতা যাবতীয় গুণকে আদর্শ মেনেই যাতে পাঞ্জাববাসী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন, সেই লক্ষ্যেই অভিনেতাকে ‘স্টেট আইকন অফ পাঞ্জাব’-এর মর্যাদা দেওয়া হয়েছে।