Thursday, November 13, 2025
খেলা

১০ হাজার দুস্থ শিশুর খাওয়ানোর দায়িত্ব নিলেন বিরাট কোহলি

সিডনি: মাঠে বিরাট কোহলিকে আগ্রাসী রূপে দেখালেও মাঠের বাইরে মানবিক। তাঁর মানবিক দিকটি আরও একবার সামনে এল। ১০ হাজার দুস্থ শিশুর দায়িত্ব নিয়ে মানবিকতার নজির গড়লেন ক্যাপ্টেন কোহলি। ‘ভাইজ’ নামক একটি স্বাস্থ্যসুরক্ষা বিপণন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কোহলি। সেখান থেকে তাঁর আয়ের পুরোটাই দুস্থ শিশুদের জন্য দান করবেন তিনি।  শিশুদের দায়িত্ব নেওয়ার কথা জানান কোহলি।

মহারাষ্ট্রের স্বেচ্ছাসেবী সংস্থা রাহ ফাউন্ডেশনে এই অর্থ দান করবেন কোহলি।  এর ফলে প্রায় ১০ হাজার অপুষ্টিতে ভোগা শিশুর খাওয়ার ব্যবস্থা হবে। এই খবর প্রকাশ্যে আসার পর কোহলিকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

কোহলি বলেছেন, ভারতে অপুষ্টির বিরুদ্ধে যে লড়াই চলছে, তার অংশ হতে পেরে আমি গর্বিত।  সহ নাগরিকদের প্রতি কর্তব্যবোধ থেকেই এই কাজ করেছেন তিনি। প্রতিটি ভাইজ- প্রোডাক্ট কিনলেই সেই অর্থ পৌঁছে যাবে সংশ্লিষ্ট ফাউন্ডেশনে। যার মাধ্যমে ১০ হাজার শিশুর মুখে দৈনিক খাবার তুলে দেওয়া হবে।

কোহলি জানান, ভাইজের উপার্জিত অর্থ অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগবে। এমন উদ্যোগে সামিল হতে পেরে ভালো লাগছে। আমাদের মত ক্রীড়াবিদদের হিরোর মর্যাদা দেওয়া হয়। তবে করোনার কঠিন পরিস্থিতিতে যারা সামনে নিজের জীবন বিপন্ন করছেন তাঁরাই আসল হিরো। ভাইজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে ভালো লাগছে। এভাবেই সহমর্মিতা দেখাতে চাই।