Monday, May 6, 2024
খেলা

আগামী আইপিএলে সব ম্যাচ খেলবে গেইল, সাফ জানালো কিংস ইলেভেন পাঞ্জাব

চন্ডীগড়: আগামী আইপিএলেও পাঞ্জাবের হয়ে খেলবে ক্রিস গেইল। এমনটাই জানালো কিংস ইলেভেন পাঞ্জাব। সদ্য সমাপ্ত আইপিএলে সব ম্যাচে খেলার সুযোগ পাননি ক্রিস গেইল। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে  ব্যাট হাতে দারুণ খেলেছেন গেইল। তাই আইপিএল শেষের পরেই গেইলের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল। ৪১ বছর বয়সী গেইলকে আর নেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল।

তবে সকল জল্পনায় জল ঢেলে কিংস ম্যানেজমেন্ট জানিয়ে দিল, আসন্ন আইপিএলের প্রথম ম্যাচ থেকেই খেলবেন গেইল। দলের মালিক নেস ওয়াদিয়া সাফ জানিয়েছেন, অনিল কুম্বলের কোচিংয়ে কেএল রাহুলকেই অধিনায়ক রাখা হবে।

নেস ওয়াদিয়া জানান, গেইলকে বাইরে রাখার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ছিল। দলের পক্ষে যেটা ভালো হবে, সেটাই করা হয়েছে। অভিজ্ঞ ক্রিকেটারদের ব্যাক করা সবসময় প্রয়োজন। তবে গেইল দেখিয়ে দিয়েছে বয়স হলেও ও টুর্নামেন্টের সব ম্যাচ খেলতে পারে। পরের সিজনে সব ম্যাচেই ও খেলবে।

উল্লেখ্য, এবারের আইপিএলে গেইল টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। তারপরের দুটো ম্যাচে ফুড পয়জনিংয়ের শিকার হয়ে খেলতে পারেননি। তারপর শেষ সাত ম্যাচে ব্যাট হাতে তান্ডব করেন তিনি। ৪১.১৪ গড়ে করেন ২৮৮ রান। এর মধ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে করেন ৯৯ রান।