Wednesday, May 15, 2024
Latestরাজ্য​

বাংলায় বিজেপি-তৃণমূলকে রুখতে বামেদের সঙ্গে জোট করার বার্তা সোনিয়া গান্ধীর

কলকাতা: কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন বামফ্রন্টের সঙ্গে যৌথভাবে রাজ্যের শাসক তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে। শুক্রবার দিল্লিতে সোনিয়ার সঙ্গে প্রদেশ নেতাদের বৈঠক হয় দিল্লিতে। তারপরই এমন সিদ্ধান্তের কথা জানালেন সোনিয়া গান্ধী।

বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মা‌ন্নান সোনিয়া গান্ধির সঙ্গে তাঁর বাড়িতে দু’বার সাক্ষাৎ করেন। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দু’জনের আলোচনা হয়। কংগ্রেস সূত্রে খবর, সোনিয়া গান্ধীর বাম-কংগ্রেস জোটের উপরে ভরসা করার পরিকল্পনা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। এর থেকে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে ক্রমেই বিজেপির শক্ত ঘাঁটি উঠছে এবং কংগ্রেস তার পায়ের তলার জমি হারাচ্ছে।

কংগ্রেস নেতা আব্দুল মান্নান জানিয়েছেন, সোনিয়া গান্ধীর সঙ্গে আমরা আলোচনা করেছি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তিনি আমাদের বামফ্রন্টের সঙ্গে সম্মিলিত ভাবে জোট গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। তিনি বামফ্রন্টের সঙ্গে জোট গড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার কথা বলেছেন।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটে বিজেপি পশ্চিমবঙ্গের মোট ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয়লাভ করে। তৃণমূলের থেকে মাত্র চারটি আসনে পিছিয়ে তাঁরা। লোকসভা ভোটের দুর্দান্ত ফলাফল থেকে আত্মবিশ্বাসী বিজেপি আপাতত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার লক্ষ্যে এগোতে চাইছে।