অসহায় আত্মসমর্পণ দক্ষিণ আফ্রিকার, নয়া বিশ্বরেকর্ড গড়ে সিরিজ জয় ভারতের
পুনে: দক্ষিণ আফ্রিকাকে কার্যত একটা গোটা সেশন ও ১৩৭ রানে হারাল ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৭.২ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে ভারত সিরিজ পকেটে পুরল ২-০ ব্যবধানে।
সেই সঙ্গে ঘরের মাঠে পরপর সিরিজ জিতে টিম ইন্ডিয়া গড়ল নয়া বিশ্বরেকর্ড। এই নিয়ে পরপর ১১টি টেস্ট সিরিজ ঘরের মাঠে জিতল ভারত। এর আগে অস্ট্রেলিয়া ঘরের মাঠে দশটি টানা টেস্ট সিরিজ জেতে। অস্ট্রেলিয়া ১৯৯৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা দশটি সিরিজ জিতেছিল। এরপর ২০০৪ থেকে ২০০৮ সালেও তাঁরা একই রেকর্ড গড়েছিল।
বিশাখাপত্তনম টেস্ট জিতে আগেই ভারত ১-০ সিরিজে এগিয়ে গিয়েছিল। পুণে টেস্ট জিতে এক টেস্ট বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারত।
দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন করানোর পর রবিবার সকাল থেকেই দক্ষিণ আফ্রিকা পরপর উইকেট হারাতে থাকে দ্বিতীয় ইনিংসেও। শেষ পর্যন্ত ১৮৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। রবীন্দ্র জাডেজা ও উমেশ যাদব দু’জনেই ৩ টি করে উইকেট পেয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ২ টি উইকেট। ইশান্ত শর্মা ও মহম্মদ শামি পেয়েছেন একটি করে উইকেট। এর আগে কোহলির ২৫৪ রানের ইনিংসের সুবাদে ভারত প্রথম ইনিংসে ৬০৫ রান তোলে।
চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শোচনীয় অবস্থা দক্ষিণ আফ্রিকার। গোটা ইনিংসে দু-অঙ্কের রান পেয়েছেন মাত্র চারজন- ডিন এলগার (৪৮), তেম্বা বাভুমা (৩৮), কেশব মহারাজ (২২) এবং ভার্নন ফিলান্ডার (৩৭)। বাকিদের রানের সংখ্যা যথাক্রমে ০, ৮, ৫, ৫, ৯, ৪, ২।