Monday, April 29, 2024
Latestরাজ্য​

বিজেপিকে ‘বর্বর-অসভ্য’ বলে আক্রমণ, সাসপেন্ড সেলিমের টুইটার অ্যাকাউন্ট

কলকাতা: বাবরি মসজিদ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বক্তব্য উদ্ধৃত করে বিজেপিকে বর্বর, অসভ্য বলে আক্রমণ শানিয়েছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। বিজেপি বিরোধী এই মন্তব্যের জেরে তাঁর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল। এই ঘটনায় বিজেপিকে দুষলো সিপিএম। যদিও বিজেপি জানিয়েছে এই ঘটনায় তাঁদের কোনও ভূমিকা নেই।

পশ্চিমবঙ্গ বিজেপির আইটি সেলের প্রধান উজ্জ্বল পারেখ বলেন, আমরা কোনও রিপোর্ট করিনি। রিপোর্ট করার প্রশ্নই ওঠে না। আমি জোর দিয়ে বলছি, বিজেপি আইটি সেলের কেউ সেলিমের টুইটার অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনও রিপোর্ট করেননি।

জ্যোতি বসুকে উদ্ধৃত করে গত ৫ অক্টোবর একটি টুইট করেছিলেন মহম্মদ সেলিম। সেই টুইটে সেলিম লিখেছিলেন, বিজেপিকে অসভ্য ও বর্বরের দল বলেছিলেন জ্যোতি বসু। বিজেপির এই বর্বরতাকে আটকাতে হবে সাধারণ মানুষকেই। আমরা রামকৃষ্ণ-স্বামী বিবেকানন্দের বাণী পড়েছি। ওঁনারা কখনও বলেননি নিজের ধর্মকে ভালোবাসো আর অন্য ধর্মকে ঘৃণা কর।

সেলিম জানিয়েছেন, শনিবার দুপুরে তাঁর টুইটার হ‍্যান্ডেল (@salimdotcomrade)-টি বন্ধ হয়ে যায়। বিজেপিকে নিশানা করে সেলিম বলেন, বিজেপি যতই চেষ্টা করুক, আমাদের থামাতে পারবে না। আমাদের থেমে থাকব না। ধর্মীয় বিভাজনের রাজনীতি মেনে নেব না। সিপিএমই ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকে মানুষকে দূরে রাখবে।