Saturday, June 21, 2025
Latestদেশ

‘কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক, তবে কংগ্রেসকে স্বাভাবিক করতে পারব না’, তীব্র কটাক্ষ অমিতের

নয়াদিল্লি: লোকসভায় অধীর চৌধুরী সংসদে অভিযোগ করেন কাশ্মীরে অচলাবস্থা চলছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, কাশ্মীরের পরিস্থিতি একবারেই স্বাভাবিক। একই সঙ্গে অমিত শাহ বলেন, ৩৭০ ধারা বাতিলের পর কংগ্রেস যেমন স্বাভাবিক পরিস্থিতি চেয়েছিল, তেমন করতে পারব না।

মঙ্গলবার লোকসভায় অমিত শাহ বলেন, কংগ্রেস বলেছিল রক্তবন্যা বইবে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের করার পর। কিন্তু একটাও গুলি চলেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, জম্মু ও কাশ্মীর নিয়ে রাজনীতি করছে কংগ্রেস।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরে কোনও হিংসার ঘটনা ঘটেনি। একটি গুলিও চলেনি। ৯৯.৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। সাত লাখ মানুষ হাসপাতালে এসেছে। সব এলাকা থেকেই কারফিউ এবং ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। এগুলি কি স্বাভাবিকত্বের লক্ষণ নয়?

কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে অমিত শাহ বলেন, তবে এটা কংগ্রেসের পক্ষে স্বাভাবিকতা নয়। তাঁদের কাছে স্বাভাবিকতার একমাত্র পরিমাপ হল রাজনৈতিক কার্যকলাপ। তাহলে সম্প্রতি যেখানে যে স্থানীয় নির্বাচন হল, সেই সম্পর্কে কী বলবেন?

অধীর চৌধুরী প্রশ্ন তোলেন, রাজনৈতিক বন্দিদের ছাড়া হচ্ছে না কেন? জবাবে অমিত শাহ বলেন, ফারুক আবদুল্লার বাবা শেখ আবদুল্লাকে ১১ বছর জেলে আটকে রেখেছিল কংগ্রেস। তবে কংগ্রেসকে অনুসরণ করা হবে না, বলে জানান অমিত শাহ। স্থানীয় প্রশাসন ঠিক মনে করলেই নেতাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।