Monday, May 6, 2024
Latestদেশ

রোহিঙ্গাদের কখনই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না: অমিত শাহ

নয়াদিল্লি: সোমবার মধ্যরাতে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিল কংগ্রেস। এই কারণেই এই বিল আনতে হয়েছে। কংগ্রেস ধর্মীয় বিভাজনকে প্রশয় দিয়ে দেশভাগ না করলে এই বিলের কোনও দরকার পড়তো না বলে জানান পদ্ম শিবিরের ‘চাণক্য’।

রোহিঙ্গা প্রসঙ্গ উল্লেখ করে অমিত শাহ বলেন, রোহিঙ্গাদের কিছুতেই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। পাশাপাশি, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অমিত শাহ জানান, এই আইনের ফলে মুসলিমদের ভয়ের কোনও কারণ নেই।

তিনি বলেন, মুসলিমদের একত্রিত করে বিলের বিপক্ষে সুর চড়ানো হচ্ছে, কিন্তু পড়শি তিন দেশ থেকে যদি কোনও ‘সজ্জন’ মুসলিম ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন তবে অবশ্যই তা বিবেচনা করা হবে।

প্রসঙ্গত, ২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় এখন ২৩৮ জন সাংসদ রয়েছেন। বিল পাশের জন্য শাসক শিবিরের প্রয়োজন ১২০টি ভোট। বিজেপির ৮৩ জন সাংসদ রয়েছে। সঙ্গে জেডিইউয়ের ৬, অকালি শিরোমণির ৩, এলজেপি ও আরপিআই(এ)-র একজন করে সাংসদ রয়েছেন। ১১ জন মনোনীত সদস্য-সহ এনডিএ-র পক্ষে রয়েছেন ১০৫ জন।

গেরুয়া শিবিরের আশা, এআইডিএমকে (১১), বিজেডি (৭), ওয়াইএসএআর কংগ্রেস (২) ও তেলুগু দেশম পার্টি (২) লোকসভার মতো রাজ্যসভাতেও বিলের পক্ষে ভোট দেবে। সেক্ষেত্রে বিলের সমর্থনে পড়বে ১২৭টি ভোট। ফলে শিবসেনার তিন সাংসদ বিলের পক্ষে ভোট না দিলেও বিলটি পাশ হয়ে যাবে। লোকসভার পরে এবার রাজ্যসভায় বিলটি পাশ হয়ে গেলে এটি আইনে পরিণত হবে।