Sunday, May 19, 2024
Latestদেশ

রাজ্যসভার নাগরিকত্ব বিলের পক্ষে পড়তে পারে ১৩০টি ভোট

নয়াদিল্লি: সোমবার লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিজেপি সূত্রে খবর, বুধবার দুপুর ২টা নাগাদ রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। লোকসভার মতো রাজ্যসভাতেও বিলটি পাশ হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রের শাসকদল।

উল্লেখ্য, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকার দরুন এনডিএ-এর এই বিলের পক্ষে ভোট পড়েছে ৩১১টি। অন্যদিকে, ৮০টি ভোট পড়েছে বিলের বিরুদ্ধে। তবে লোকসভা অনায়াসেই বিল পাশ হলেও রাজ্যসভায় বিজেপির সংখ্যা কম রয়েছে।

প্রসঙ্গত বলে রাখি, ২৪৫ জন সদস্যের রাজ্যসভায় এই মুহূর্তে ৭টি আসন ফাঁকা পড়ে আছে। তাই সংখ্যাগরিষ্ঠতা পেতে বিজেপির প্রয়োজন ১২০টি ভোট। তবে এনডিএ ও তাঁদের পন্থী দলগুলি পক্ষে রয়েছে ১১৯টি ভোট, অন্যান্যদের সমর্থন নিয়ে তাঁরা ১৩০-এ পৌঁছাবে বলে আশা গেরুয়া শিবিরের। বিজেপি আশা করছে, বিজেডি, টিআরএস এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টি তাঁদের সমর্থন করবে।

তবে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিবসেনা লোকসভায় বিলের পক্ষে ভোট দিলেও রাজ্যসভায় বিলের পক্ষে তারা ভোট দেবেন কিনা, তা নিশ্চিত নয়। জোটের বাইরে থাকা দলের মধ্যে রয়েছে নবীন পট্টনায়েকের বিজেডির ৭ জন সদস্যও।

অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-এর পক্ষে রয়েছে ৬৪টি ভোট। ইউপিএ মনে করছে, অন্যান্যদের তরফে ৪৬ জনের সমর্থন মিলবে। তাদের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, সমাজবাদি পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, এবং সিপিআইএম। ফলে তাঁদের সংখ্যা গিয়ে পৌঁছাবে ১১০।

সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিপক্ষে ভোট দিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এনসিপি, সিপিএম, সিপিআই, মুসলিম লিগ, এমআইএম, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। পক্ষে ভোটদান করেছে বিজেপি, অকালি, শিবসেনা, বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, জেডি-ইউ।