Saturday, May 18, 2024
খেলা

শোয়েব আখতারকে ১০ কোটি টাকার মানহানির নোটিশ পাকিস্তান টিভির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। পাকিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেল পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন (পিটিভি) রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছে। পিটিভি জানিয়েছে, তাদের ম্যানেজমেন্টকে না জানিয়ে দুবাই ছেড়ে চলে গিয়েছিলেন শোয়েব। এছাড়া ভারতীয় টিভিতে হরভজন সিংয়ের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। যা আমাদের চ্যানেলের ভাবমূর্তি নষ্ট করেছে।

ঝামেলার সূত্রপাত হয় গত ২৬ অক্টোবর শোয়েব ও পিটিভির সঞ্চালক নোমান নিয়াজের মধ্যে। পিটিভি-তে খেলাধুলা নিয়ে আলোচনায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড গাওয়ার, প্রাক্তন পাক পেসার আকিব জাভে ও প্রাক্তন পাক উইকেট কিার রশিদ লতিফদের আলোচনা করছিলেন শোয়েব আক্তার। তখন উপস্থাপকের দায়িত্বে ছিলেন পিটিভির জনপ্রিয় সঞ্চালক নোমান নিয়াজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন পাকিস্তানি বলার শাহিন আফ্রিদি। জাতীয় দলের আরেকবার  হ্যারিস রউফের উত্থানের কথা তুলে ধরেছিলেন শোয়েব। কিন্তু মাঝপথে থামিয়ে দেন পিটিভির সঞ্চালক নোমান নিয়াজ। থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘আপনি একটু কর্কষভাবে কথা বলছেন। নিজেকে অতিরিক্ত স্মার্ট মনে করলে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। লাইভে থেকেই আপনাকে এ কথা বলছি।’

পিটিভির সঞ্চালক নোমান নিয়াজের কথায় হকচকিয়েপাকিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেল পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন (পিটিভি) যান শোয়েব আক্তার। পরে বিজ্ঞাপনের সময় সেখান থেকে বেরিয়ে যান শোয়েব। এরপরেই শোয়েবের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোয়েব আক্তার জানিয়েছেন, ‘অত্যন্ত হতাশ আমি। ওরা আমার সম্মান রক্ষা করতে পারিনি। আমার বিরুদ্ধে ক্ষতিপূরণের নোটিশ পাঠিয়েছে। আমি লড়াকু। সহজে হাল ছাড়ছি না।’ শোয়েব ও পিটিভির মধ্যে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার বিষয়।