Sunday, May 5, 2024
কলকাতা

‘রামকৃষ্ণ সবচেয়ে বড় অশিক্ষিত, রবীন্দ্রনাথ বেশিদূর পড়াশোনা করেননি,’ ফের সীমা ছাড়ালেন দিলীপ ঘোষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিলীপ ঘোষ (Dilip Ghosh) মন্তব্য করা মানেই যেন বিতর্ক! বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই খ্যাত তিনি। এবার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব (Ramakrishna Paramahamsa Dev) এবং বিশ্বকবি রবীন্দ্রনাথকে (Rabindranath Tagore) নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি। এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ”রামকৃষ্ণদেব সব চেয়ে বড় অশিক্ষিত। অথচ তাঁর বাণী নিয়েই সমাজ এগিয়েছে।’’ পাশাপাশি রবীন্দ্রনাথ সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরও তো বেশি দূর পড়াশোনা করেননি। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। এটাই ভারতের সংস্কৃতি।’’ দিলীপ ঘোষের এহেন কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি দিলীপ ঘোষের একটি টুইট রিটুইট করে তীব্র আক্রমণ করেন রাজ্য বিজেপির আরেক প্রাক্তন সভাপতি তথাগত রায়। দিলীপ ঘোষকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করেন প্রবীণ এই বিজেপি নেতা। তথাগত রয় সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার শ্রীরামকৃষ্ণ ও রবীন্দ্রনাথ সম্পর্কে এই বিস্ফোরক মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, ”কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, আমাদের দেশে এটা কেউ ভাবেনি। সবচেয়ে বড় অশিক্ষিত তো রামকৃষ্ণদেব ছিলেন। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে। তাঁর বাণী নিয়েই এগিয়েছে। রবীন্দ্রনাথও খুব বেশিদূর লেখাপড়া করেননি। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছেন মাত্র। এটা ভারতের সংস্কৃতি। যারা দেশকে চিনতে পারে না, সেটা তাঁদের দায়।”

দিলীপ ঘোষের এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা সৌগত রায় বলেছেন, ‘দিলীপ ঘোষ একজনও অশিক্ষিত মানুষ। সেজন্যই তাকে রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, শনিবার দিলীপ ঘোষ তথাগত রায়কে উদ্দেশ্য করে বলেন বলেন, ‘লজ্জা পেলে দল ছেড়ে দিন। আপনি দলের জন্য কোনওদিনই কিছু করেননি। যাদের দল বেশি দিয়েছে, তারাই সবথেকে বেশি দলের ক্ষতি করেছে।’ পাল্টা তথাগত রায় বলেছেন, ‘অশিক্ষিত দিলীপ ঘোষের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তিনি।’