Sunday, September 15, 2024
বিনোদন

অমরনাথ যাত্রায় সারা আলি খান, দেখুন ভিডিও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এর আগেও তাঁকে বিভিন্ন মন্দিরে যেতে দেখা গেছে। শিবভক্ত বলেই নিজেকে দাবি করেন। এবার অমরনাথ যাত্রার পথে (Amarnath Yatra) সারা আলি খান (Sara Ali Khan)। 

ভিডিওতে দেখা যাচ্ছে অন্যান্য তীর্থ যাত্রীদের সঙ্গে অমরনাথ যাত্রায় যাচ্ছেন সারা। পাহাড়ের খাঁজ বেয়ে লাঠি হাতে নিয়ে অমরনাথ যাত্রার পথে সাইফ আলী খান-কন্যা সারা। 


প্রসঙ্গত, এর আগে বারাণসীতে পুজো দিতে দেখা যায় সারাকে। বারাণসীর ঘাটে আরতি কিংবা অমরনাথ যাত্রা, সারাকে নিয়ে চর্চা অব্যাহত।