মণিপুরে মহিলার নগ্ন ভিডিও ভাইরাল, গ্রেফতার মূল অভিযুক্ত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মণিপুরে মহিলার নগ্ন ভিডিও ভাইরাল হওয়ায় ফের নতুন করে অশান্তি শুরু হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, মণিপুরের ঘটনা মেনে নেওয়া যায় না। মণিপুরের ঘটনা লজ্জাজনক। যে কোনও সভ্য সমাজের পক্ষে মণিপুরের ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। এটা গোটা দেশের জন্য লজ্জাজনক। পাশাপাশি, দোষীদের শাস্তির দাবি জানান তিনি।
#WATCH | Manipur CM N Biren Singh speaks on the viral video, says, “We saw the video and I felt so bad, it’s a crime against humanity. I immediately ordered the police to arrest the culprits and the state govt will try to ensure capital punishment for the accused. Every human… pic.twitter.com/02y8knvMD4
— ANI (@ANI) July 20, 2023
এবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানালেন, ভাইরাল ভিডিওর ঘটনায় প্রধান অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত দেড়টা নাগাদ মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মণিপুরে ২ জন কুকি মহিলাকে নগ্ন করে হেনস্থা এবং গণধর্ষণের ৭৭ দিনের পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের একদিন পরে, ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত ৩২ বছর বয়সী হেরাদাসকে গ্রেপ্তার করা হয়েছে।
Manipur | The main culprit who was wearing a green t-shirt and seen holding the woman was arrested today morning in an operation after proper identification. His name is Huirem Herodas Meitei (32 years) of Pechi Awang Leikai: Govt Sources
(Pic 1: Screengrab from viral video, Pic… pic.twitter.com/e5NJeg0Y2I
— ANI (@ANI) July 20, 2023
ভাইরাল ভিডিওতে হেরাদাসকে সবুজ টি-শার্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে যেখানে ২ জন কুকি মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে।