২১ জুলাই তৃণমূল কর্মীদের পাতে থাকছে সেই বহুচর্চিত ‘ডিম্ভাত’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২১ জুলাই শহীদ দিবস এলেই বিরোধীরা ‘ডিম্ভাত দিবস‘ বলে কটাক্ষ করে থাকেন। মূলত ২১ জুলাইয়ের মেনুতে ডিম, ভাত থাকায় বিরোধীরা এইদিনকে ‘ডিম্ভাত দিবস’ বলে কটাক্ষ করে থাকে। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে মিমসের ছড়াছড়ি। এইদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা সমাবেশে যোগদান করেন। তাদের থাকার ব্যবস্থা করে থাকে শাসকদল।
জানা গেছে, কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকছেন মালদহ এবং মুর্শিদাবাদ থেকে আসা তৃণমূল কর্মীরা৷ তাদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা ডিম ভাত সঙ্গে সয়াবিনের তরকারি।
সল্টলেকের সেন্ট্রাল পার্কে থাকছেন উত্তরবঙ্গ থেকে আাসা তৃণমূল কর্মী সমর্থকরা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরের তৃণমূল সমর্থকদের জন্যও ডিম ভাতের আয়োজন করা হয়েছে।
উত্তর হাওড়ার শ্যাম গার্ডেন ও শ্রীরাম বাটিকায় পঞ্চাশ হাজার মানুষের খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। তাদের জন্য থাকছে ভাত, ডাল, আলু পটলের তরকারি, ডিমের ঝোল।
এছাড়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, শিয়ালদহেও থাকছেন তৃণমূল সমর্থকরা। সর্বত্রই মেনুতে থাকছে বহুচর্চিত ডিম, ভাত। পাশাপাশি, যারা নিরামিষ খান তাদের জন্য থাকছে ডাল, আলুসেদ্ধ, তরকারি।