Sunday, October 6, 2024
দেশ

সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিনের কুরুচিকর মন্তব্য, তামিলনাড়ু সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিনকয়েক আগে সনাতন ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। এই ঘটনায় মাদ্রাজ হাইকোর্টের এক আইনজীবীর আবেদনের ভিত্তিতে তামিলনাড়ু সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট (Supreme Court)।

সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছিলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী। এ বিষয়ে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের আর্জি জানান তিনি।

মামলায় রায়ে সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকারকে নোটিশ পাঠিয়েছে। এছাড়া ডিএমকে নেতা পিটার অ্যালফোন্সে, এ রাজা, থল তিরুমাভালাভন এবং তার সমর্থকদের সনাতন ধর্ম নিয়ে কোনও মন্তব্য করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ‘সনাতন ধর্ম নির্মূল সম্মেলন’ এ এহেন অরুচিকর মন্তব্য করেন উদয়নিধি। কিভাবে পুলিশ এই সম্মেলন আয়োজনের অনুমতি দিল এবং অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাও সুপ্রিম কোর্টের তরফে রাজ্য পুলিশের ডিজির কাছে কৈফিয়ত তলব করা হয়েছে।