Saturday, December 9, 2023
দেশ

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়; সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার বিকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হল (DUSU Election Results 2023)। ভোটে বিরাট জয় পেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।

ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন এবিভিপির প্রার্থী তুষার দেধাকে (Tushar Dedha), সম্পাদক পদে জয়ী হয়েছেন অপরাজিতা (Aprajita) ও যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছে শচীন বাইসলা (Sachin Baisla)। 

এদিকে, ছাত্র সংসদের সহ-সভাপতি হিসেবে নিষুক্ত হয়েছেন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের (NSUI) প্রার্থী অভি দাহিয়া (Abhi Dahiya)।