Sunday, May 19, 2024
Latestখেলা

পোলিও আক্রান্ত কিশোরের ব্যাটিংয়ে মুগ্ধ, ভিডিও শেয়ার করে প্রশংসায় ভাসছেন সচিন

মুম্বাই: ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ার ১৩ বছরের কিশোর মন কেড়েছে স্বয়ং সচিন তেন্ডুলকরের। তার ব্যাটিংয়ের ভিডিও ক্লিপিং টুইটারে শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেট নক্ষত্র। দান্তেওয়াড়া জেলার কোটেকল্যাণ এলাকার এক ছোট গ্রামে বাসিন্দা মাড্ডা রাম স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র। শৈশবে পোলিওতে দুই পা হারালেও ক্রিকেটের প্রতি তার ভালোবাসার পথে বাধা হতে পারেনি। তার ক্রিকেট অনুরাগ দেখে সচিন বলেছেন, ওর খেলা দেখে আমার হৃদয় উষ্ণ হয়ে উঠল।

মাস্টার ব্লাস্টার মাড্ডা রামের একটি ভিডিও পোস্ট করে লিখেলেন, যেখানে দেখা যাচ্ছে শারীরিকভাবে অক্ষম একজন নাম মাড্ডা রাম তাঁর বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, পা না থাকলেও রান করার জন্য দৌঁড়চ্ছেন কিশোর মাড্ডা রাম।


সচিন টুইটে লিখেছেন, এই ছোট্ট মাড্ডা রাম বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছে সেই প্রেরণামূলক ভিডিওর সঙ্গেই ২০২০ শুরু করুন। এটা আমার হৃদয়কে ছুঁয়ে গেল আমার বিশ্বাস সকলকে ছুঁয়ে যাবে।

সচিন তার ব্যাটিংয়ের ভিডিও ক্লিপিং শেয়ার করেছেন জেনে মাড্ডা রাম বলেছে, সচিন তেন্ডুলকর আমার ভিডিও শেয়ার করেছেন জেনে গর্ববোধ করছি। আমি সচিনকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের গ্রামে আসার আমন্ত্রণ জানাই। ভবিষ্যতে নিজের সম্প্রদায়ের জন্য চিকিৎসক হওয়ার স্বপ্ন মাড্ডা রামের।

মাড্ডা রাম জানিয়েছে, তাঁর বাবা কৃষক। তাঁদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। সে গত দু বছর ধরে ক্রিকেট খেলছে। আর এই ভাবে হামাগুড়ি দিয়েই সে রান করে সে।