Thursday, June 19, 2025
Latestআন্তর্জাতিক

ইরানি জেনারেল সোলেইমানিকে হত্যা: ট্রাম্পের ভূয়সী প্রশংসা করলেন নেতানিয়াহু

জেরুসালেম: মার্কিন এয়ারস্ট্রাইকে ইরানের রেভলিউশনারি গার্ডস কম্যান্ডার কাশেম সোলেইমানিকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হত্যা করা হয়েছে। সোলেইমানি ইরানের কুদস ফোর্সের দীর্ঘদিনের শীর্ষকর্তা ছিলেন। সোলেইমানিকে হত্যার ঘটনায় মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোলেইমানির মৃত্যুতে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের যেমন আত্মরক্ষার অধিকার আছে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রেরও রয়েছে। সোলাইমানি আমেরিকান নাগরিকসহ আরও অনেক নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী।


নেতানিয়াহু জানান, সোলাইমানি আরও হামলার পরিকল্পনা করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুততা এবং শক্তিমত্তার সঙ্গে এই মীমাংসার জন্য সকল প্রশংসার দাবিদার। ইসরায়েল শান্তি ও আত্মরক্ষার সংগ্রামে সবসময় যুক্তরাষ্ট্রের পাশে থাকবে।

এদিকে, সোলেইমানিকে হত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে ইসরায়েল। দেশজুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এই হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য না করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।