Monday, May 6, 2024
Latestদেশ

রোহিঙ্গাদের তাড়ানো হবে: কেন্দ্রীয় মন্ত্রী

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় নেই রোহিঙ্গারা। ফলে দ্রুত তাদের দেশে ফেরানো হবে। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাফ জানালেন, সিএএ, বিল থেকে আইনে রূপান্তরিত হওয়ার পর জম্মু-কাশ্মীরে চালু হয়ে গিয়েছে। দেখা গেছে, নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা নেই সে রাজ্যে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। তাই সরকারের পরবর্তী পদক্ষেপ ওদের তাড়ানো।

কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, জম্মু এবং সাম্বা জেলায় এই মুহূর্তে ১৩ হাজার ৭০০ অনুপ্রবেশকারী রয়েছে, যাদের মধ্যে রয়েছে রোহিঙ্গা এবং কিছু বাংলাদেশি নাগরিক।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিস্মিত এই ভেবে, দেশের উত্তর-পূর্ব সীমান্ত দিয়ে ঢুকে, এতগুলো রাজ্য পেরিয়ে কিভাবে রোহিঙ্গারা জম্মুতে পৌঁছল। এই বিষয় খতিয়ে দেখতে তদন্তের আর্জি জানান তিনি। এর পিছনে কি রাজনৈতিক অভিসন্ধি? প্রশ্ন তোলেন তিনি।

জিতেন্দ্র সিং বলেন, জম্মুতে এত সংখ্যক রোহিঙ্গার উপস্থিতি উদ্বেগের। তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনে শুধুমাত্র পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় নিপীড়ণের শিকার হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ এবং পার্সিদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সিএএ’র অধীনে রোহিঙ্গারা নেই। তাই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে।