Monday, May 20, 2024
দেশ

বাজি নিষিদ্ধ নিয়ে বিতর্ক সভায় ‘অদ্ভুত ডান্স’ রোশনি আলির, ভাইরাল ভিডিও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পরিবেশ দূষণ রুখতে এবং করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে বাজি নিষিদ্ধের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিবেশকর্মী রোশনি আলি (Roshni Ali)। আদালতের জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তিনি। কলকাতা হাইকোর্ট রায়ে বাজি নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন বাজি মালিক কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট পরিবেশবান্ধব বাজি ব্যবহারের অনুমতি দিয়েছে।

এদিকে, রিপাবলিক বাংলায় একটি বিতর্ক সভায় অংশ নেন রোশনি আলি। যেখানে বক্তব্য রাখতে গিয়ে অদ্ভুত ডান্স করতে দেখা যায় রোশনি আলিকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, সুপ্রিমকোর্টে পর্যায়ে পরে রোশনি আলি বলছেন, ‘আমি কি আর বলবো আমার মনটা দুঃখে ভরা। মানুষ যদি এখন না বোঝে তাহলে আর কবে বুঝবে? ৩ থেকে ৪ মাস আগে দেশে অক্সিজেনের হাহাকার পড়ে গিয়েছিল।’

এরপরেই বাকিরাও বলতে শুরু করেন। তখন বক্তব্য পেশ না করতে পেরে আজব ডান্স শুরু করে দেন রোশনি আলি। বিতর্ক সভা চলাকালীন ৩১ মিনিটে ৫০ সেকেন্ডে এসে রোশনি ওই অদ্ভূত ডান্স করেন। যা কয়েক সেকেন্ড চলে। তাঁর সেই আজব ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাঁর সেই আজব ডান্স নিয়ে নানা রকম মন্তব্য করেছেন।


সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুধুমাত্র বৈধ এবং সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত পরিবেশবান্ধব (গ্রিন ক্র্যাকার্স) বাজি ব্যবহার করা যাবে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ভেঙে পড়েন রোশনি আলি। ঘোষণা দেন, পরিবেশ কে বাঁচাতে তাঁর এই লড়াই জারি থাকবে। ফের বাজি নিষিদ্ধের জন্য আদালতে মামলা করবেন তিনি।