একটাই পৃথিবী, একটাই সূর্য, আর একটাই নরেন্দ্র মোদী রয়েছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) ভূয়সী প্রশংসা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। মঙ্গলবার গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রযুক্তি আমাদের বেশি সুযোগ দিয়েছে। কিন্তু মানবতাকে বাঁচাতে গেলে আমাদের সূর্যের সঙ্গে চলতে হবে। বিশ্বের এখন এক সূর্য, এক বিশ্ব এবং এক গ্রিড দরকার।’
মোদী ঘোষণা করেছেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) একটি সৌর ক্যালকুলেটর তৈরি করবে যা উপগ্রহ ডেটা ব্যবহার করে পৃথিবীর যে কোনও স্থানের সৌর সম্ভাবনা সম্পর্কে দেশগুলিকে অবহিত করবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিশ্ব ও পরিবেশকে খারাপ করে দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সৌরশক্তি সম্পূর্ণ পরিচ্ছন্ন ও টেকসই। কিন্তু এই শক্তি শুধুমাত্র দিনে পাওয়া যায় এবং তাও ঋতু ভেদে। এক সূর্য, এক বিশ্ব এবং এক গ্রিড এই সমস্যার সমাধান। বিশ্বব্যাপী গ্রিডের মাধ্যমে, স্বচ্ছ শক্তি যে কোনও জায়গায় এবং যে কোনও সময় পাঠানো যেতে পারে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে ব্যাপকভাবে প্রভাবিত হন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে মোদীর বিচারধারার তারিফ করেন। বরিস জনসন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নিজের দেশে এই বিষয়গুলো খুব ভালোমতোই দেখছেন। মহাবিশ্বে একটাই সূর্য আছে, একটাই পৃথিবী আছে আর একটাই নরেন্দ্র মোদী আছে।’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে মোদীর এহেন প্রশংসা ভারত ও ব্রিটেনের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেল বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

