Sunday, May 19, 2024
দেশ

ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর, অর্ধ লক্ষাধিক ল্যান্ডলাইন, ইন্টারনেট চালু

নয়াদিল্লি: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর। শনিবার সকালে কাশ্মীর উপত্যকায় চালু হল ৫০,০০০-এরও বেশি ল্যান্ডলাইন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক পদক্ষেপের আগেই জম্মু ও কাশ্মীরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তার প্রায় দুই সপ্তাহ পরে কাশ্মীরের ফোন লাইনগুলি আংশিকভাবে চালু হল।

শনিবার কাশ্মীরে প্রায় শতাধিক টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে। মধ্য কাশ্মীরের বদগাম, সোনামার্গ এবং মণিগাম অঞ্চলে ল্যান্ডলাইন পরিষেবাগুলো পুনরায় চালু করা হয়েছে। উত্তর কাশ্মীরের গুরেজ, টাঙ্গমার্গ, উরি কেরান কর্নাহ এবং তাংধর অঞ্চলে পরিষেবাগুলো পুনরায় চালু করা হয়েছে।

শ্রীনগরের নাগরিকদের বাসস্থান, ক্যান্টনমেন্ট এলাকা এবং বিমানবন্দর এলাকায় ল্যান্ডলাইনগুলো ফের চালু হয়েছে। ইতিমধ্যে জম্মু অঞ্চলের পাঁচটি জেলায় মোবাইল ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। এই অঞ্চলের জম্মু, রিয়াসি, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলাগুলিতে টু জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে।

বিধিনিষেধ কমিয়ে আনার জন্য প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলির ফলে রাজ্যের সরকারি দফতরগুলি ধীরে ধীরে পুরোপুরি চালু হচ্ছে। শুক্রবার মুখ্য সচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই সেখানকার স্কুলগুলি ‘অঞ্চল অনুযায়ী’ চালু হবে এবং পর্যায়ক্রমে টেলিফোন পরিষেবাও চালু করা হবে।