Tuesday, March 25, 2025
দেশ

জেহাদের নামে কাশ্মীরে হিংসা বন্ধ করুন, পাকিস্তানকে বার্তা ভারতের

নয়াদিল্লি: রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন পাকিস্তানের নাম না করে জানালেন, একটা দেশ ও তাদের নেতারা কাশ্মীরে জেহাদের নামে হিংসা ছড়াচ্ছে। এই জেহাদি এবং হিংসা ছড়ানোর ষড়যন্ত্র মানবে না ভারত। ভারত তৈরি কড়া জবাব দিতে।

পাকিস্তানি সাংবাদিককের প্রশ্নের জবাবে আকবরউদ্দিন বলেন, জম্মু-কাশ্মীরে সম্প্রতি সরকার একটা পদক্ষেপ করেছে। উপত্যকার মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এর সঙ্গে অন্য কোনও দেশের সম্পর্ক নেই।


আকবরউদ্দিন বলেন, ভারত বরাবর শান্তি পথে থেকেছে। এখনও ভারত শান্তিই চায়। আলোচনাও চায়। কিন্তু তার জন্য চাই পরিবেশ। সেই পরিবেশ দিতে পারেনি পাকিস্তান। যতবার আলোচনার দরজা খুলেছে একপ্রান্ত থেকে হিংসা ছড়ানো হয়েছে। রক্তাক্ত করা হয়েছে ভারতকে। যতদিন পাকিস্তান এই সন্ত্রাসের পথ থেকে না সরে আসছে ততদিন কোনও আলোচনা নয়।

আকবরুদ্দিন তাঁর এই কথায় গোটা ভারতবাসীর মন জিতে নিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, ভারত বরাবরই শান্তি আলোচনায় অগ্রণী ভূমিকা নিয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, পাকিস্তানই অশান্তি ছড়িয়ে আলোচনার পরিবেশ বিষিয়ে তুলেছে। তাই আলোচনার পরিবেশ তৈরি না হলে আলোচনা একেবারেই অসম্ভব!