Friday, May 3, 2024
দেশ

বাজপেয়ীকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরেছিলেন মোদী

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নিজের ভাষণে বহুবার অটল বিহারী বাজপেয়ীর লেখা বিভিন্ন উক্তি কিংবা কবিতার লাইন তুলে ধরেছেন। বহুবার বহু সাক্ষাৎকারে মোদীর কথাবার্তায় উঠে আসে বাজপেয়ীর প্রসঙ্গ। অটলবিহারী বাজপেয়ীর প্রতি নরেন্দ্র মোদীর শ্রদ্ধা সম্মানের বহু ঘটনাই প্রকাশ্যে এসেছে এযাবৎকালে। এবার এক পুরনো ভিডিওতে উঠে এল বাজপেয়ী-মোদীর সম্পর্ক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যায়, সর্বভারতীয় বিজেপির তৎকালীন প্রধান কার্যালয়ে প্রবেশ করছেন অটল বিহারী বাজপেয়ী। পথের দু’ধারে উপস্থিত বিজেপি সমর্থকরা বাজপেয়ীর নামে জয়ধ্বনী দিচ্ছেন। এর মধ্যেই দেখা যায়, হঠাৎই ভিড় ঠেলে ছুটে এলেন এক বিজেপি কর্মকর্তা। মুখে কাঁচা দাঁড়ি। তাঁকে দেখেই আনন্দে তাঁকে জাপটে ধরেন বাজপেয়ী। স্নেহের সঙ্গে তাঁর পিঠ চাপড়ে দেন অটল বিহারী। যাঁকে সেদিন জড়িয়ে ধরেছিলেন অটলবিহারী বাজপেয়ী তিনি ছিলেন নরেন্দ্র মোদী। কেইবা জানত, তিনিও একদিন হবেন দেশের প্রধানমন্ত্রী!

তবে মোদীর সঙ্গে বাজপেয়ীর সম্পর্ক শুধুই যে স্নেহ-ভালোবাসার সরণি বেয়ে চলেছে, তা কিন্তু নয়। ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক হিংসা চলাকালীন সে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রাজধর্ম’ পালনের পরামর্শ দিয়েছিলেন এই বাজপেয়ী।

প্রসঙ্গত, ১৯৯৬, ১৯৯৮ এবং ১৯৯৯ তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। প্রথম দফায় ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার সামলেছেন তিনি। ২০১৪ সালে মোদীর সরকার ক্ষমতায় আসার পরে বাজপেয়ীকে ভারতরত্ন দেওয়া হয়।