দেশ আগে, বাবার সৎকার স্থগিত রেখে স্বাধীনতা দিবসের প্যারেডে যোগ পুলিশ আধিকারিক মেয়ের
নয়াদিল্লি: কথায় আছে, ”নিজেকে বিলিয়ে দিতে হবে জাতির সহায়তায়। মহত্ত্ব নিয়ে অনাসক্ত হয়ে ব্যক্তিসত্তার স্বকীয়তা ভূলতে হবে; লুপ্ত করতে হবে। জাতির স্বার্থই হবে ব্যক্তির স্বার্থ। জাতির কল্যাণেই হবে ব্যক্তির কল্যাণ।”সেটাই প্রমাণ করে দেখালেন তামিলনাড়ুর মহিলা পুলিশ আধিকারিক এন মাহেশ্বরী (N Maheswari)। বাবার সৎকার স্থগতি রেখে স্বাধীনতা দিবসের প্যারেডে যোগ দিলেন তিনি। মাহেশ্বরীর এই পদক্ষেপে মুগ্ধ গোটা দেশবাসী।
জানা গিয়েছে, তামিলনাড়ুর দিন্দিগুলের বড়ামাদুরাইয়ের বাসিন্দা। ৮৩ বছর বছরে প্রয়াত হন মাহেশ্বরীর বাবা নারায়ণস্বামী (Narayanasamy)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১৪ আগস্ট রাতে মৃত্যু হয় তাঁর। বাবার নারায়ণস্বামীর মৃত্যুর খবর পরিবারের তরফে মাহেশ্বরীকে জানানো হয়। পিতৃ বিয়োগের শোকে একদম ভেঙে পড়েন মাহেশ্বরী। বাবার মৃত্যু সংবাদ শোনায় মুহূর্তেই সবকিছু ওলট-পালট হয়ে যায় তাঁর।
মাহেশ্বরীর খুব ইচ্ছে করছিল বাবার মৃতদেহ দু’চোখ ভরে দেখার। বাবাকে জড়িয়ে ধরে কাঁদার। কিন্তু সেটা সম্ভব হয়নি। কেননা পরিবারের আগে দেশপ্রেম। তাই তিনি ঠিক করেছিলেন তিরুনেলভেলিতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন তিনি।
১৫ আগস্ট সকালে তিরুনেলভেলির ভিভিসি গ্রাউন্ডে কালেক্টর শিল্পা প্রভাকর সতীশ এবং পুলিশ সুপার এম মনিভান্নানের সামনে গার্ড অফ অনারের প্যারেডে অংশ নেন তিনি। তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তাঁর উপস্থিতিতেই বাবার শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর দেশপ্রেম তথা দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যকে কুর্নিশ জানিয়েছেন সকলে।


