আগের থেকে অনেক ভালো আছেন বাবা, চিকিৎসায় সাড়া দিচ্ছেন, জানালেন প্রণব-পুত্র অভিজিৎ
নয়াদিল্লি: রবিবার টুইট করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জানালেন, আগের থেকে অনেক ভালো আছেন বাবা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। উল্লেখ্য, গত ১০ আগস্ট দিল্লির সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি হন প্রণববাবু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে, এখনও তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
রবিবার সকালে টুইটে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ বলেন, শনিবার বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদ এবং আপনাদের শুভ কামনায় আগের থেকে উনি অনেকটাই ভালো আছেন। উনি স্থিতিশীল আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, উনি খুব শীঘ্রই আমাদের মধ্যে ফিরে আসবেন।
গত ১০ আগস্ট নিয়মিত শারীরিক পরীক্ষার সময় দেখা যায় প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। পাশাপাশি, তাঁর করোনা রিপোর্টও পজিটিভ আসে। সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পর থেকে তাঁর অবস্থা সংকটজনক ছিল। তবে আপাতত ভালো আছেন তিনি।
৮৪ বছর বয়সী প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালে তরফে বলা হয়েছে, প্রণব মুখোপাধ্যের শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন হয়নি। তাঁর ক্লিনিক্যাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে, ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রণববাবুর শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।


