Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

‘নেপালকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে জীবন দিতে রাজি’, রাজপথে জনতার ঢল

কাঠমাণ্ডু: ২০০৭ সাল অবধি রাজতন্ত্র পরিচালিত নেপাল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র (Hindu Rashtra) ছিল। কিন্তু তার পর রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় নেপাল। পাশাপাশি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় নেপাল। তবে বর্তমানে রাজতন্ত্র (Reinstate monarchy) ফেরানো ও নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে উত্তাল গোটা দেশ।

দেশটির রাজধানী কাঠমান্ডুর পথে নেমেছেন সাধারণ মানুষ। মিছিল, সমাবেশের মাধ্যমে দেশজুড়ে চলছে হিন্দু রাষ্ট্র ঘোষণার সমর্থনে প্রতিবাদ। রীতিমতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে নেপালের পুলিশ ও প্রশাসনকে। তাঁরা কিছুতেই অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। তবে শুধু আমজনতা নয়, নেপালের রাজনৈতিক মহলও সেদেশে শ্রীঘ্রই রাজতন্ত্র ফেরানোর দাবি জানিয়েছেন।

কাঠমাণ্ডুর ভিড়কুটিমণ্ডপ এলাকায় এদিনের মিছিলে লাখ লাখ মানুষ রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল করেন। তাঁদেরকে তখন বলতে শোনা যাচ্ছিল, প্রাণ দেব। তবু হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে লড়াই চালিয়ে যাব। লাখ লাখ মানুষের রাজপথে নেমে আসার ফলে কাঠমাণ্ডুর বেশ কিছু জায়গায় তীব্র যানজট তৈরি হয়েছিল।

রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির (RPP) চেয়ারম্যান কমল থাপা ও পশুপতি শামশের রানা দাবি করেছেন, নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণা করা না হলে এবং সাংবিধানিক রাজতন্ত্র ফেরানো না হলে দেশ রক্ষা করা যাবে না। এছাড়া দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখা সম্ভব নয় বলেও মতপ্রকাশ করেন তাঁরা। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী ওলি সরকার ভেঙে দিয়েছেন।