Thursday, November 13, 2025
রাজ্য​

‘আরও ২৬ জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন’, তোলপাড় রাজ্য রাজনীতি

কলকাতা: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক চাপানউতোর ততই বাড়ছে। তৃণমূলে ভাঙন অব্যাহত। এর মধ্যেই বিস্ফোরক দাবি করে বসলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রবিবার সকালে মধ্যমগ্রামে চায়ে পে চর্চায় এসে তিনি বলেন, বিজেপিতে যোগদানের জন্য আরও অনেকেই লাইনে আছেন। আগামীদিনে আরও ২৬ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। রাজ্য সরকার সাংবিধানিক সঙ্কটে পড়বে বলেও মন্তব্য করেন অর্জুন সিং।

অর্জুন সিং বলেন, বাম-কংগ্রেস আস্থা ভোটের কথা বলছে। পুলিশ দিয়েও দিদিমণি আর আটকাতে পারবেন না। গরু পাচার হলে বিএসএফ, সিআরপিএফ কি করছে প্রশ্ন তুলছেন। অথচ মহিলা দিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করে বিএসএফ, সিআরপিএফ অফিসারদের ভয় দেখানো হচ্ছে।

চিটফান্ড কেলেঙ্কারি নিয়েও এদিন রাজ্য সরকারকে আক্রমণ করেন অর্জুন সিং। তিনি বলেন, চিটফান্ড নিয়েও একটা কমিটি করে রেখেছে তৃণমূল। তাই মানুষকে তাঁদের প্রাপ্য ফেরানো যাচ্ছে না। চিটফান্ড কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদেরকে আশ্বাস দিয়ে তিনি বলেন, চিটফান্ডের বিষয়ে আমরা প্রধানমন্ত্রীকে বলেছি ইবি, ইডি ও সিবিআইকে নিয়ে নতুন কমিটি গড়তে। সেই কমিটিই মানুষকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।

উল্লেখ্য, অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ ভাইপো’ বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এদিন অর্জুন সিংও তোলাবাজ ইস্যু তুলে ধরেন। তাঁর অভিযোগ, কয়লা পাচারের টাকা পুলিশ এসকর্ট করে ভাইপোর বাড়িতে নিয়ে আসে। ভাইপোর ডান হাত পাচারচক্রে জড়িত বিনয় মিশ্র। ৩০টা দেশে ভাইপোর স্ত্রীর নামে বাড়ি কিনে রেখেছে বলেও দাবি করেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীর নামে নগদ টাকা থাইল্যান্ডে জমা করছেন। থাইল্যান্ড সরকারের নিয়মের সুযোগ নিয়ে এই কাজ করছে। অর্জুন সিংয়ের আরও অভিযোগ, অভিষেকের স্ত্রীর ভারতে এক নাম আর থাইল্যান্ডে আরেক নাম।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।