Monday, April 29, 2024
খেলা

বাইপাস সার্জারির প্রয়োজন নেই, সোমবার সৌরভকে দেখতে আসছেন দেবী শেঠি

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শারিরীক অবস্থা খতিয়ে দেখতে সোমবার কলকাতায় আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি (Devi Shetty)। রবিবার দুপুরে বুলেটিনে মেডিকেল বোর্ডে থাকা চিকিৎসাকরা জানিয়েছেন, আপাতত বাইপাস সার্জারির প্রয়োজন নেই সৌরভের। তবে অন্তত দু-তিন সপ্তাহ বিশ্রামে থাকতেই হবে তাঁকে। তারপরই আবার কাজে ফিরতে পারবেন তিনি।

শনিবার জিম করতে গিয়ে আচমকাই মাথা ঘুরে পড়ে যায় সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডসে হাসপাতালে (Woodlands Hospital) ভর্তি করা হয় তাঁকে। পরীক্ষা নিরীক্ষায় জানা যায়, তাঁর তিনটে ধমনী ব্লক হয়ে রয়েছে। তখনই যুদ্ধকালীন তৎপরতায় একটিতে এনজিওপ্ল্যাস্টি করা হয়। বাকি দুটি ধমনীর ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকরা। এই বিষয়টিই সম্ভবত খতিয়ে দেখতে আসছেন দেবী শেঠি।

রবিবার চিকিৎসকরা জানিয়েছেন, ভালো আছেন সৌরভ। রাতে ভালো ঘুমিয়েছেন মহারাজ। সকালে রুটিন ইসিজির রিপোর্টও ভালো। তাঁর রাইট করোনারি আর্টারিতে স্টেন্ট বসানো হয় শনিবার। শনিবার সন্ধ্যার পর থেকে দাদা সঙ্কটমুক্ত। ওইদিনই তাঁর করোনা পরীক্ষা করা হয়। যার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হালকা ব্রেকফাস্ট করেন সৌরভ। প্রাতরাশে কর্ণফ্লেক্স, টোস্ট এবং ছানা খেয়েছেন। এমনকি, ডাক্তার থেকে নার্স- সকলের সঙ্গেই খোশগল্প করছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, সময় মতো হাসপাতালে পৌঁছেছিলেন দাদা। তাই বড়সড় বিপদ এড়ানো গেছে। এখনও পর্যন্ত যা খবর, অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমেই বাকি দুটি আর্টারিতে স্টেন্ট বসানো হতে পারে। দেবী শেঠি সোমবার এসে তাঁকে দেখলেই বাকি টা জানা যাবে।