Saturday, May 18, 2024
Latestদেশ

সামনে বিধানসভা ভোট, ধ্যান করতে কম্বোডিয়ায় গেলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি: হরিয়ানা, মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগে প্রার্থী বাছাই নিয়ে দলের মধ্যে প্রবল বিরোধ চলছে। যার জেরে ইতিমধ্যেই কংগ্রেস ত্যাগ করেছেন হরিয়ানার প্রাক্তন প্রদেশ সভাপতি অশোক তানওয়ার। যা পরিস্থিতি তাতে এই দু’রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না দল, তা ভিতরে ভিতরে স্বীকার করে নিচ্ছেন কংগ্রেস নেতাকর্মীরা। আর এরই মধ্যে বিদেশ সফরে চলে গেলেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

প্রথমে জানা যায়, তিনি ব্যাঙ্কক গিয়েছেন। যদিও পরে কংগ্রেস জানিয়েছে, ব্যাঙ্কক নয় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গেছেন কম্বোডিয়ায়। তিনি ধ্যান করতে দেশ ছেড়েছেন। কম্বোডিয়ায় ধ্যান শিবিরের আয়োজন হয়েছে। সেখানেই ধ্যান করতে গিয়েছেন রাহুল। কংগ্রেস জানিয়েছে, ধ্যান করতে ৫ দিনের সফরে কম্বোডিয়া গিয়েছেন রাহুল।

শনিবার সকাল ৮ টা ২৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে বিমানে করে রাহুল ব্যাঙ্ককে যান বলে দাবি করেন বিজেপির মুখপাত্র তাজিন্দার পাল সিং বাগ্গা। অনেক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করার পরেও কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। বিমান সংস্থার পক্ষ থেকেও জানানো হয়নি রাহুল গান্ধী সফরে করেছেন কি না। তবে রবিবার কংগ্রেস জানিয়েছে, রাহুল গান্ধী কম্বোডিয়া গিয়েছেন।

তবে রাহুলের আধ্যাত্বিক সফর প্রথম নয়। এর আগেও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে বেশ কয়েক দিন কাটিয়েছিলেন রাহুল। তখনও হঠাত্‍ করেই সব কিছু ছেড়ে বৌদ্ধ গুহায় ধ্যানমগ্ন দেখা গিয়েছে রাহুল গান্ধীকে।