পাক হামলা রুখে প্রতিহত করার জন্য অভিনন্দনের স্কোয়াড্রনকে বিশেষ সম্মান বায়ুসেনার
নয়াদিল্লি: পাক যুদ্ধ বিমান হামলা প্রতিহত করার জন্য ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের ৫১ স্কোয়াড্রনকে বিশেষ সম্মানে ভূষিত করবে ভারতীয় সেনা। ৮ অক্টোবর, বায়ুসেনা দিবসে ৫১ স্কোয়াড্রনকে ওই সম্মান জানাবেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া।
এছাড়া পুরস্কার তুলে দেওয়া হবে কম্যান্ডিং অফিসার গ্রুপের ক্যাপ্টেন সতীশ পাওয়ারকেও। এ ছাড়াও ৯ নম্বর স্কোয়াড্রন যারা মিরাজ ২০০০ নিয়ে ২৬ ফেব্রুয়ারি বালাকোটে বিমান হানা চালিয়েছিল তাদেরও ইউনিট সাইটেশন পুরস্কার দেওয়া হবে। বালাকোট বিমান হানায় অবদানের জন্য পুরস্কৃত হবে স্কোয়াড্রন লিডার মিনতি আগরওয়ালের ৬০১ সিগন্যাল ইউনিট। মিনতি আগরওয়াল ২৭ ফেব্রুয়ারি ডগফাইটের সময় অভিনন্দন বর্তমানকে গাইড করেছিলেন।
পাক অধিকৃত বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পরের দিন ২৭ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করে পাকিস্তানি বিমান। পাল্টা পাক যুদ্ধ বিমানকে তাড়া করতে গিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁকে বন্দি করে পাকিস্তান প্রশাসন। ভারতের চাপে দু’দিন পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
২৭ ফেব্রুয়ারি অভিনন্দন বর্তমান পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করেন। অভিনন্দের সাহসকে সম্মান জানাতে ইতিমধ্যেই তাঁকে বীর চক্র সম্মানে ভূষিত করা হয়েছে। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক বীরত্বের পদক।