Friday, May 3, 2024
আন্তর্জাতিক

কোরান ও পারমাণবিক বোমা হাতে নিয়ে সাহায্য চান, গোটা বিশ্ব সাহায্য দেবে: পাকিস্তানি নেতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্তমানে চরম আর্থিক সংকটে ভেতর দিয়ে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। দেশটির কাছে আর মাত্র কয়েকদিনের আমদানি করার মত ডলার রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইতে দেখা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। এর মধ্যেই আজব মন্তব্য করে বসলেন তেহরিকে লাব্বাইকের (Tehreek-e-Labbaik leader) এক নেতা।

সোশ্যাল মিডিয়ায় ভাইটাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই নেতা জমায়েতের সামনে বক্তব্য় রাখছেন। তিনি বলেন, “এক হাতে কোরান নিন আরেক হাতে পারমাণবিক বোমা ভর্তি স্যুটকেস। এভাবে সুইডেনে যান। বলুন, আমরা কোরানকে রক্ষা করতে এখানে এসেছি। দেখবেন গোটা বিশ্ব সাহায্যের হাত বাড়িয়ে দেবে।”


ওই নেতার কথায়, “দেশের আর্থিক সংকট কাটাতে বিভিন্ন দেশের কাছে হাত পাতছেন দেশের নেতারা। এমনকি সেনাপ্রধানকেও এই দলে শামিল করা হয়েছে। আমার প্রশ্ন, কেন দেশের সমস্যা মেটাতে ভিক্ষা চাইছেন আপনারা? পাকিস্তানি নেতৃত্বের উদ্দেশে আমার পরামর্শ, বাঁ হাতে কোরান নিন আর ডান হাতে পারমাণবিক বোমা ভর্তি স্যুটকেস। এভাবে সুইডেনে যান। বলুন, আমরা কোরানকে রক্ষা করতে এখানে এসেছি। দেখবেন গোটা বিশ্বের কাছ থেকে সাহায্য মিলবে।” – Mint