Monday, April 29, 2024
দেশ

তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে ফের বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক বছরে একটুও  জনপ্রিয়তা কমেনি নরেন্দ্র মোদীর। মার্কিন সংস্থা মর্নিং কনসাল্ট (Morning Consult) জানিয়েছে, বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

মর্নিং কনসাল্ট ‘গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল’ -এর সমীক্ষায় সবচেয়ে বেশি মানুষের সমর্থন পেয়েছেন নরেন্দ্র মোদী। পিছনে ফেলে দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের। এবার নরেন্দ্র মোদী ৭৮ শতাংশ সমর্থন পেয়েছেন।

এক নজরে মর্নিং কনসাল্টের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকা:

৬৮ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর (Andres Manuel Lopez Obrador)।

তৃতীয় স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রনেতা অ্যালাইন বেরেসট (Alain Berset)।

চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যান্টনি আলবানেসে (Anthony Albanese)।

পঞ্চম স্থানে রয়েছেন ব্রাজিলের লুলা দ্য সিলভা (Lula The Silva)।

ষষ্ঠ স্থানে রয়েছেন ইটালির জিওর্গিয়া মেলোনি (Giorgia Meloni)।

সপ্তম স্থানে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রাষ্ট্রনেতাদের এই তালিকায় নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতি নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের। কিন্তু তবুও জনপ্রিয়তায় একটুকুও ভাটা পড়িনি নরেন্দ্র মোদীর।