Sunday, May 19, 2024
খেলা

টোকিও অলিম্পিকের সেমিফাইনালে পিভি সিন্ধু

টোকিও: টোকিও অলিম্পিকের ব্যাডমিন্টন বিভাগে সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। শুক্রবার মহিলাদের সিঙ্গলসে জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেলেন তিনি। খেলার ফলাফল ২১-১৩, ২১-২০।

সিন্ধুর সেমিফাইনালে পৌঁছনোর ফলে অলিম্পিকে তৃতীয় পদক নিশ্চিত হল ভারতের। ব্যক্তিগতভাবে সিন্ধুর এটি দ্বিতীয় পদক হবে। প্রথম পদকটি সাইনা নেহওয়ালের হাত ধরে জিতেছিলেন। শুধু তাই নয়, অলিম্পিকে ব্যাডমিন্টনে পদক জয়ের হ্যাটট্রিক হবে ভারতের। পরপর তিনটি অলিম্পিক থেকে ব্যাডমিন্টনে পদক জিততে চলেছে ভারত।

২০১২ সালের ৪ আগস্ট লন্ডন অলিম্পিকে ব্যাডমিন্টনে প্রথম পদক জেতে ভারত। সাইনা ব্রোঞ্জ জেতেন। সেমিফাইনালে সাইনা ওয়াং ইহানের কাছে হেরে যান সাইনা।

২০১৬ সালে রিও অলিম্পিকে রুপো জেতেন সিন্ধু। ফাইনালে স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে তিনি ২১-১৯, ১২-২১, ১৫-২১ ব্যবধানে হেরে যান।