Monday, May 6, 2024
আন্তর্জাতিক

দানিশ সিদ্দিকির পরিচয় নিশ্চিত হওয়ার পরেই নৃশংসভাবে তাঁকে খুন করে তালিবান: রিপোর্ট

কাবুল: আফগান সেনা এবং তালিবান জঙ্গিদের মধ্যে সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয়নি ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকির। দানিশ সিদ্দিকির পরিচয় জানতে পেরেই সুপরিকল্পিত ভাবে তাঁকে খুন করেছিল তালিবান। এমনই চাঞ্চল্যকর দাবি করল মার্কিন ম্যাগাজিন ‘ওয়াশিংটন এক্সামিনার’।

ওই ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী, আফগান সেনার সঙ্গে ছিলেন দানিশ। তালিবান হামলায় দলটি দুটি অংশে ভাগ হয়ে যায়। দানিশ যে দলে ছিল, সেটি একটি স্থানীয় মসজিদে গিয়ে প্রাথমিক চিকিৎসা পান। তালিবানরা জানতে পারে মসজিদে ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ রয়েছে। এরপরেই পরিকল্পনা করে সেখানে হামলা চালায় তালিবান।

রিপোর্টে আরও বলা হয়েছে, দানিশকে তালিবানরা জীবিত অবস্থায় আটক করেছিল। তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাঁকে নৃশংস ভাবে খুন করে তালিবান জঙ্গিরা। খুব বাজে ভাবে দানিশের মাথায় এবং মুখে মারা হয়েছিল। তারপর গুলিতে তাঁর শরীর ঝাঁঝরা করে দেওয়া হয়। তালিবানের এই নৃশংসতার থেকেই প্রমাণ পাওয়া যায় যে তারা যুদ্ধের কোনও নিয়মই মানছে না।

গত ১৬ জুলাই ৩৮ বছর বয়সী দানিশ কান্দাহারের স্পিন বোলডাক অঞ্চলে নিহত হন। দানিশের মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করে তালিবান।

এদিকে, বৃহস্পতিবার তালিবান স্বীকার করল, তারাই কমেডিয়ান তথা পুলিশকর্মী নজর মহম্মদকে পিটিয়ে হত্যা করে। তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন, নজর মহম্মদ আদেও কমেডিয়ান ছিলেন না। আমাদের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে লড়াই করেছেন তিনি। আমরা তাঁকে আটক করেছিলাম। কিন্তু তিনি পালাতে চেষ্টা করেন। তখন তাঁকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।