Thursday, December 5, 2024
আন্তর্জাতিক

ভারতকে UNSC-র স্থায়ী সদস্যপদ দেওয়া উচিত: রুশ প্রেসিডেন্ট পুতিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন। একটি বার্ষিক আলোচনা ফোরামে পুতিন ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদের দাবি জানান। 

পুতিন বলেন, ‘প্রয়োজনীয়তা এবং চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এবং বিশ্বব্যাপী পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক আইন সংশোধন করতে হবে। আমি বিশ্বাস করি ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি জাতিসংঘে আরও বেশি প্রতিনিধিত্ব পাওয়ার যোগ্য।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘১.৫ বিলিয়ন জনসংখ্যা এবং শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধির সাথে, ভারত বিশ্বের অত্যন্ত শক্তিশালী একটি দেশ। ভারতের উচ্চ প্রযুক্তির রপ্তানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশটি আরও শক্তিশালী হচ্ছে।’

পুতিন বলেন, ‘ভারতের নেতৃত্ব স্বয়ংচালিত। এটি জাতীয় স্বার্থে পরিচালিত হচ্ছে। আমি মনে করি, তারা কিছু প্রমাণের চেষ্টা করে না। তারা এগিয়ে যাচ্ছে।’