Wednesday, May 8, 2024
বলিউড

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেক অগ্নিহোত্রীর সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ -এর ভূয়সী প্রশংসা করেছেন। ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ হলো ভারতীয় হিন্দি-ভাষার মেডিকেল থ্রিলার মুভি। এটিতে করোনা মহামারি চলাকালীন ভারতের কোভ্যাক্সিন তৈরিকে ফুটিয়ে তোলা হয়েছে।

এই সিনেমা প্রসঙ্গে মোদী বলেন, ‘আমি শুনেছি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ নামে একটি সিনেমা এসেছে। আমাদের দেশের বিজ্ঞানীরা ভারতে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করেছেন। সেই লড়াইকে এই ছবিতে দেখানো হয়েছে। আমি অভিনন্দন জানাই।’

মোদী আরও বলেন, ‘আমাদের দেশের নারী বিজ্ঞানীরাও করোনার ভ্যাকসিন তৈরির জন্য কাজ করেছেন। সেই দিকটাও তুলে ধরা হয়েছে এই সিনেমায়। আমাদের বিজ্ঞানীদের লড়াই এই সিনেমায় দেখলে গর্বে ভারতীয়দের বুক ভরে উঠবে। এই ছবিটি তৈরি করে বিজ্ঞানী এবং বিজ্ঞানকে গুরুত্ব দেওয়ার জন্য এই ছবির নির্মাতাদের অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ভূয়সী প্রশংসা পেয়ে আপ্লুত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মোদীকে ধন্যবাদ জানিয়ে পরিচালক বলেন, ‘ভারতীয় বিজ্ঞানীদের, বিশেষ করে মহিলা বিজ্ঞানীদের অবদানের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে প্রশংসা শুনে খুব ভালো লাগছে। প্রথমবার কোনও প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন অভূতপূর্ব প্রশংসা শুনে মহিলা বিজ্ঞানীরা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।’

২৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত বিবেক অগ্নিহোত্রী এবং প্রযোজনা করেছেন পল্লবী জোশী এবং আই অ্যাম বুদ্ধ। এটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।