Monday, May 20, 2024
আন্তর্জাতিক

কানাডার হিন্দু মন্দিরে হামলার ঘটনায় ট্রুডো প্রশাসনের জালে এক অভিযুক্ত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খালিস্তানি ইস্যুতে ভারত এবং কানাডার মধ্যে চাপানউতোর অব্যাহত। এর মধ্যেই এবার গত ১২ আগস্ট কানাডার একটি মন্দির অপবিত্র করায় ঘটনায় একজনকে গ্রেফতার করলো কানাডিয়ান পুলিশ।

কানাডার সুরেতে একটি হিন্দু মন্দিরে গত আগস্টে ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি, ওই মন্দিরে লাগান হয়েছিল ভারত বিরোধী পোস্টার। সেই ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে কানাডা সরকার। 

এই বিষয়ে কানাডা পুলিশ জানিয়েছে, “গত ১২ আগস্টের ঘটনায় জড়িতদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছিল। তবে আদালতে হাজিরা দেওয়ার শর্তে আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

১২ আগস্ট লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনের গেট এবং কানের দরজায় পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছিল। সামনের গেটে পোস্টারে অটোয়াতে ভারতের হাইকমিশনার, টরন্টো এবং ভ্যাঙ্কুভারের কনসাল জেনারেলদের নাম ও ছবির নিচে ‘ওয়ান্টেড’ লেখা ছিল।

দ্বিতীয় পোস্টারটি পিছনের দরজায় আটকে দেয়। যাতে কানাডায় ১৮ জুন খালিস্তানি নেতা হরদীপ সিং নিজারের হত্যাতে ভারতের ভূমিকা রয়েছে বলে কানাডাকে তদন্ত করার আহ্বান জানায়।