Tuesday, May 14, 2024
দেশ

পেট্রোল-ডিজেলে ভ্যাট কমালো পাঞ্জাব

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত বুধবার সন্ধ্যায় এক ঘোষণায় পেট্রোল-ডিজেলে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। লিটার প্রতি পেট্রলে ৫ টাকা এবং লিটার প্রতি ডিজেলে ১০ টাকা কমিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার থেকে নতুন সেই দাম কার্যকর হয়ে গিয়েছে। পাশাপাশি রাজ্যগুলিকে পেট্রোল ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর আর্জি জানানো হয়।

ইতিমধ্যেই বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য পেট্রোল ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়েছে। রবিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Chief Minister Charanjit Singh Channi) সে রাজ্যে পেট্রোল ডিজেলের ভ্যাট কমানোর ঘোষণা দিলেন।

চরণজিৎ সিং চান্নি বলেন, ‘রবিবার রাত থেকে লিটার প্রতি পেট্রোলে ১০ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৫ টাকা কমানো হল।’ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বছর ঘুরতেই পাঞ্জাবে বিধানসভা ভোট। তাই ভোটে জিততে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, ‘পাঞ্জাবে পেট্রোল সবচেয়ে সস্তা। দিল্লির তুলনায় পাঞ্জাবে পেট্রোল এখন ৯ টাকা সস্তা। বর্তমানে পাঞ্জাবে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০৬.২০ টাকা এবং ৮৯.৮৩ টাকা প্রতি লিটার।’

উল্লেখ্য, জনসাধারণকে স্বস্তি দিতে শিরোমণি অকালি দল, বিজেপি এবং আম আদমি পার্টি রাজ্য সরকারের কাছে জ্বালানির ওপর কর কমানোর দাবি জানিয়ে আসছিল। অবশেষে সেই দাবি মেনে নিল রাজ্য সরকার।