Sunday, April 28, 2024
রাজ্য​

‘তৃণমূলে ফিরছেন শুভেন্দু অধিকারী’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একুশের বিধানসভা ভোটের আগে দলে দলে নেতা-কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল। কিন্তু ভোটের পরে মোহভঙ্গ হয় তাদের। বিধানসভা ভোটে বিজেপির শোচনীয় পরাজয় হয়। এরপরে দলবদলুরা ফের তৃণমূলে ফিরে আসেন। যা নিয়ে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির। এর মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)।

সৌমেন মহাপাত্র দাবি করেন, ‘রাজ্যের বিরোধী দলনেতার লালবাতি কিছুদিনের মধ্যেই নিভতে চলেছে। শুভেন্দু অধিকারীর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সময়ের অপেক্ষা মাত্র।’ রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্য রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, শুভেন্দু অধিকারী বিজেপি ছাড়া বড়সড় ধাক্কা খাবে গেরুয়া শিবির।

উল্লেখ্য, একুশে ভোটের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের অধিকাংশই পুনরায় ঘাসফুল শিবিরে ফিরে গিয়েছেন। তাই আগামী দিনে শুভেন্দু অধিকারীর তৃণমূলে ফেরা অসম্ভব নয় বলে দাবি করেছেন সৌমেন মহাপাত্র।

পাশাপাশি, সৌমেন মহাপাত্র আরও দাবি করেছেন, ‘খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক সংখ্যা কমে ৩০ এর নিচে নামতে চলেছে।’ সৌমেন মহাপাত্র বলেন, ‘নন্দীগ্রামে নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে দায়ের করা মামলা চলছে। খুব শীঘ্রই এই মামলার রায় ঘোষণা হতে চলেছে। মামলার রায় ঘোষণা হলে শুভেন্দু অধিকারী থাকবেন না, বিরোধী দলনেতা পদেও থাকতে পারবেন না। লালবাতি নিভে যাবে। শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন তিনি।’