Sunday, May 19, 2024
দেশ

পুদুচেরিতে গেরুয়া ঝড়

পন্ডিচেরি: দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এগিয়ে এনডিএ জোট। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, মোট ৩০টি আসনের মধ্যে ১৫টি আসনে এগিয়ে এনডিএ। ১১টি আসনে এগিয়ে কংগ্রেস জোট। অন্যরা এগিয়ে ৩টি আসনে এগিয়ে আছে। পুদুচেরিতে সরকার গড়ার ম্যাজিক ফিগার ১৬।

নির্বাচনের আগেই পুদুচেরিতে সরকার পতন হয়। তারপর রাষ্ট্রপতি শাসনে থাকালীন নির্বাচন হয় সেরাজ্যে। গত ৬ এপ্রিল ভোটগ্রহণ সম্পন্ন হয় পুদুচেরিতে। ৩০টি আসনে নির্বাচন হয়। বাকি তিনটি আসনে সদস্য মনোনীত হন। পুদুচেরিতে লড়াই এনডিএ বনাম ইউপিএ-র।

ডিএমকে-র সঙ্গে জোট করে লড়ছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপির জোট সঙ্গী এআইএডিএমকে এবং এআইএনআরসি। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবারের নির্বাচনে লড়েননি। কংগ্রেস কোনও মুখ্যমন্ত্রীর মুখ ছাড়াই লড়ছে। এদিকে এনডিএ-র সম্ভাব্য মুখ্যমন্ত্রী মুখ এআইএনআরসি সুপ্রিমো এন রঙ্গস্বামী।

অসমেও ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬টি আসনের মধ্যে বিজেপি, অসম গণ পরিষদ এবং বোড়ো জনগোষ্ঠীর দল ইউপিপিএল এগিয়ে ৮৫টি আসনে। কংগ্রেস, এআইইউডিএফ এবং বামেদের জোট ৫০টি আসনে।