Wednesday, May 15, 2024
Latestদেশ

নির্ভয়ার ধর্ষক মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি: নির্ভয়ার ধর্ষক-খুনি মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। মুকেশ নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলার অন্যতম অপরাধী। দিল্লি সরকার পিটিশন খারিজ করে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠিয়েছিল। সন্ধ্যায় পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। পিটিশন খারিজেই শিলমোহর দিলেনন রাম নাথ কোবিন্দ।

স্বরাষ্ট্রমন্ত্রক প্রস্তাব পাঠিয়েছিল ধর্ষক মুকেশের প্রাণভিক্ষার আর্জি নাকচ করার। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট জানিয়েছিল, নির্ভয়া কাণ্ডে দোষীদের ২২ জানুয়ারি ফাঁসি সম্ভব নয়। কারণ, মুকেশ সিং রাষ্ট্রপতি ও দিল্লির উপ-রাজ্যপালের প্রাণভিক্ষার আর্জি জানিয়েছেন।

বৃহস্পতিবারই দিল্লি সরকার মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেয়। এরপর সেই আবেদন পাঠিয়ে দেওয়া হয় লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের কাছে। তিনি পিটিশনটি খারিজ করে দিয়ে তা পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে। এরপর পিটিশনটি রাষ্ট্রপতির কাছে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফাইলটি পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই তা খারিজ করে দেন রাষ্ট্রপতি।

এদিকে, আর এক অপরাধী পবন কুমার দিল্লির আদালতে নয়া পিটিশন দাখিল করেছে। পবন কুমারের আইনজীবী জানিয়েছে, পবন যখন ধর্ষণ করেছিল সে তখন নাবালক ছিল। তাই তাকে ফাঁসির সাজা যেন না দেওয়া হয়। সেই পিটিশনের শুনানি আগামী ২৭ জানুয়ারি হতে পারে বলে খবর।