আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা, রাশিয়া থেকে আসছে এস-৪০০ মিসাইল
নয়াদিল্লি: আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা। ২০২৫ সালের মধ্যে বর্তমান দশকের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র রাশিয়ার এস-৪০০ মিসাইল। শুক্রবার রাশিয়ার মুখ্য ডেপুটি চিফ রোমান বাবুশকিন জানালেন, ২০২৫ সালের মধ্যে এয়ার ডিফেন্স মিশাইল সিস্টেম হাতে পাবে ভারত।
রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমকে রোমান বাবুশকিন বলেন, এস-৪০০ মিসাইল হল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি রাশিয়ার কাছে আছে। ২০২৫ সালের মধ্যে এটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করা হবে।
Roman Babushkin, Russian Deputy Ambassador: We will give 5 S400 missiles defence system (to India) by 2025. Russia is possessing one of the world’s best defence system and it would serve well for Indian security. pic.twitter.com/5EN8YVVX4N
— ANI (@ANI) January 17, 2020
এয়ার টু ডিফেন্স মিসাইল হিসেবে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে রাশিয়ার এই এস-৪০০ মিসাইলের। এই মিসাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ। নিশানা লাগাতেও এটি অব্যর্থ। ট্রাকের আকারে তৈরি লঞ্চপ্যাড থেকেই সহজে নিশানা লাগানো যায়। আকাশে ভাসমান শত্রুপক্ষের যুদ্ধবিমান, বা আগত কোনও মিসাইলকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল।
৪০০ কিলোমিটারের মধ্যে আকাশে ভাসমান যে কোনও বস্তুতে অব্যর্থ নিশানা হানতে সক্ষম এস-৪০০। এই বিশেষত্বের সঙ্গে মিলিয়েই এইরূপ নামকরণ করেছে রাশিয়া। জানা যাচ্ছে, রাশিয়া বাদে গোটা বিশ্বে একমাত্র ভারতের হাতে এই অত্যাধুনিক মিসাইল থাকবে।