‘২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ ঘোষণা করা হোক’
কলকাতা: ২৩ জানুয়ারিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানালেন বিজেপি নেতা তথা নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে দাবি জানানো হচ্ছে নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ বলে ঘোষণা করার। তিনি বলেন, আমরা যেমন আমরা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিবস পালন করেছি। ঠিক তেমনিই ২০২০ সালের ২৩ জানুয়ারি ‘দেশভক্ত দিবস’ বা ‘দেশপ্রেম দিবস’ হিসেবে পালন করা উচিৎ। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাব।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু বলেন, ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ করতে নেতাজি আজাদ হিন্দ ফৌজ করেছিলেন। অনেক বিপ্লবীদের জীবন উৎসর্গ করতে হয়েছিল।
চন্দ্র কুমার বসু জানান, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণটি নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ করেছিল। তিনি বলেন, নেতাজির স্মরণে ২৩ শে জানুয়ারিকে ‘দেশপ্রেমিক দিবস’ বা ‘দেশপ্রেম দিবস’ হিসাবে ঘোষণা করা আমাদের দীর্ঘদিনের দাবি।
চন্দ্র কুমার বসু বলেন, আমরা যেমন গান্ধীর ১৫০ তম বার্ষিকী পালন করেছি। ঠিক তেমন ২৩ জানুয়ারি ২০২০ দেশপ্রেমিক দিবস হিসাবে পালন করা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা আবেদন জানাব এবং আমরা নিশ্চিত এনডিএ সরকার এটি অনুমোদন দেবে।