Wednesday, May 15, 2024
Latestদেশ

সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে মহাত্মা গান্ধীর স্বপ্নপূরণ হয়েছে: রাষ্ট্রপতি

নয়াদিল্লি: শুক্রবার সংসদের বাজেট অধিবেশনের ভাষণে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কথা বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। CAA-র প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, আমি খুশি যে সিএএ করে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর ইচ্ছাকে যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে।

সিএএ ইস্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, গান্ধীজি দেশভাগের পরে বলেছিলেন, পাকিস্তান ও বাংলাদেশ থেকে যদি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে এসে আশ্রয় প্রার্থনা করে তবে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া উচিৎ। আমাদের জাতির জনকের সেই ইচ্ছাকে অবশ্যই সম্মান জানাতে হবে। আমি বাপুর ইচ্ছা বাস্তবায়নের জন্য আমি খুশি হয়েছি।

সিএএ বাতিলের দাবিতে হিংসা ছড়ানো প্রসঙ্গে রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, আন্দোলনের নামে হিংসা দেশের মনোবল নষ্ট করে। তিনি বলেন, আমাদের সংবিধান দেশের নাগরিকদের কর্তব্য বোধ নির্দিষ্ট করেছে। আলোচনা, বিতর্কই গণতন্ত্রকে মজবুত করে বলে সরকার বিশ্বাস করে।


রাষ্ট্রপতি বলেন, আমার সরকার জনাদেশ পেয়েছে ‘নতুন ভারত’ তৈরি করার জন্য। আমার সরকার সেটাই করার চেষ্টা করছে। তিনি বলেন, কোনও কিছু করার আগে সবার প্রথমে মনে রাখতে হবে আমরা ভারতের নাগরিক। এবং নাগরিক হিসেবে ব্যক্তিগত বিশ্বাস ও আকাঙ্ক্ষার আগে থাকে দেশ।

রাষ্ট্রপতি আরও বলেন, মোদী সরকার তার দ্বিতীয় মেয়াদের প্রথম ৭ মাসে বেশ কয়েকটি যুগান্তকারী আইন প্রণয়ন করে রেকর্ড তৈরি করেছে। আমার সরকার এই দশকে ভারতের দশক এবং এই শতাব্দীকে ভারতের শতাব্দী হিসাবে গড়ে তোলার জন্য কঠোর ও নির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে।