Tuesday, June 24, 2025
Latestদেশ

নির্ভয়ার খুনিদের উকিলের হুমকি, কখনই হবে না ফাঁসি! অঝোরে কাঁদলেন নির্ভয়ার মা আশা দেবী

নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় হবে না নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসি। দিল্লি আদালতের নির্দেশ শুনে কান্নায় ভেঙে পড়লেন নির্ভয়ার মা আশা দেবী। এদিন বিকালে আদালত নির্দেশ দিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ১ ফেব্রুয়ারি, শনিবার ফাঁসি কার্যকর হবে না।

অনির্দিষ্ট কালের জন্য ফাঁসি পিছিয়ে দিল আদালত। এরপরেই কান্নায় ভেঙে পড়েন আশা দেবী। তিনি বলেন, অপরাধীদের আইনজীবী এজলাসে আমাকে হুমকির সুরে বলেছেন, ফাঁসি কোনওদিন কার্যকর হবে না।

১ ফেব্রুয়ারি ফাঁসি রুখতে একাধিক আবেদন করেছে ওই চার অপরাধী। ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় ফাঁসি কার্যকরের চূড়ান্ত নির্দেশ ছিল। সেই মোতাবেক বৃহস্পতিবারই তিহার জেলে পৌঁছন ফাঁসুড়ে পবন জহ্লাদ। তবে ১ ফেব্রুয়ারি ৪ ধর্ষক পবন গুপ্তা, মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুরের ফাঁসির দিন ফের পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ আশা দেবী।


সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন নির্ভয়ার মা আশা দেবী ও বাবা বদ্রিনাথ। আশা দেবী বলেন, অপরাধী পক্ষের আইনজীবী হুমকির সুরে বলেছেন, ফাঁসি কোনওদিনই কার্যকর হবে না। এমন কথা তাঁকে বললেও লড়াই ছাড়বেন না তারা, এমনটাই বলেন নির্ভয়ার মা। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত তাঁর মেয়ের অপরাধীরা ফাঁসিতে ঝুলছে, ততক্ষণ লড়াই চলবে।

২০১২ সালের ১৬ ডিসেম্বর গণধর্ষিত হয়েছিলেন ২৩ বছরের নির্ভয়া। চলন্ত বাসে তাঁর ওপর চলেছিল অকথ্য নির্যাতন। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার। ঘটনার এতগুলি বছর পেরিয়ে গেলেও আজও অপরাধীদের সাজা কার্যকর হল না।