Saturday, June 21, 2025
Latestদেশ

ফের পিছিয়ে গেল নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসি

নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল নির্ভয়ার ৪ ধর্ষক-খুনির ফাঁসি। শুক্রবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে, শনিবার ফাঁসি হচ্ছে না নির্ভয়ার ৪ দোষীদের। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপরাধীদের ফাঁসি রদ করা হল। অভিযুক্ত বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায়। সেই কারণেই শনিবার ফাঁসির হাত থেকে আপাতত বেঁচে গেল অভিযুক্তরা।

দোষীদের আইনজীবী এপি সিং জানিয়েছেন, মৃত্যু পরোয়ানা বাতিল করা হয়েছে এবং নতুন কোনও তারিখ দেওয়া হয়নি। শুক্রবার নির্ভয়া কাণ্ডের অন্যতম অপরাধী পবন গুপ্তা পিটিশন জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে। তার দাবি, ২০১২ সালে অপরাধ করার সময় সে নাবালক ছিল।

এদিনই যদি রাষ্ট্রপতি বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেয় তবুও ফাঁসি দিতে আরও ১৪ দিন অপেক্ষা করতে হবে। তবে এইভাবে চলতে থাকলে ফের ১৩তম দিনে অন্য এক অভিযুক্ত রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি জানাবে। ফলে আবারও পিছিয়ে যাবে ফাঁসির তারিখ।


গত ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকার পিটিশনে দাবি জানায়, আইনের পরিবর্তন করে অভিযুক্তদের আইন নিয়ে খেলা বন্ধ করা হোক। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইন পর্যালোচনা করে দেখা হবে। কেন্দ্রীয় সরকারের প্রস্তাব, অভিযুক্তদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক।

এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয়বার দাবি খারিজ করে দিল শীর্ষ আদালত। এবার মৃত্যু পরোয়ানা বাতিল না করা হলে শনিবার ভোর ৬টায় ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়ার ৪ ধর্ষক পবন গুপ্তা, মুকেশ সিংহ, অক্ষয় সিংহ ও বিনয় শর্মার।