Friday, May 17, 2024
রাজ্য​

ভূগোলে MA পাশ করেও মিলছে না চাকরি, ১০০ দিনের কাজের জন্য আবেদন গীতশ্রীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের আরও একবার রাজ্যের চাকরি নিয়ে দৈন্য দশা সামনে এল! এমএ পাশ করা চা-ওয়ালির ঘটনায় নড়েচড়ে বসেছিল রাজ্যবাসী। এবার তেমনি আরও একটি মর্মান্তিক চিত্র সামনে এল। ভূগোলে স্নাতকোত্তর পাশ করেও চাকরি পাননি গীতশ্রী মান্না। তাই সংসার চালাতে ১০০ দিনের কাজের জন্য জব কার্ডের আবেদন করলেন গীতশ্রী।

জানা গেছে, ন্যাজাটের বাসিন্দা ৩৭ বছর বয়সী গীতশ্রী মান্না। বাবা স্কুলশিক্ষক ছিলেন। মাধ্যমিকে ৬২ শতাংশ, উচ্চ মাধ্যমিকে ৫৭ শতাংশ নম্বর পেয়েছিলেন গীতশ্রী। ২০০৭ সালে ভূগোলে ৫৯ শতাংশ নম্বর পেয়ে উত্তরপ্রদেশের কানপুরের সরকারি বিশ্ববিদ্যালয়, ছত্রপতি শাহুজি মহারাজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন তিনি। অনেক চেষ্টা করেও জোটেনি সরকারি চাকরি। এমনকি বেসরকারি চাকরি পাননি তিনি। তাই বাধ্য হয়ে হাঁস-মুরগী পালন করে সংসার চালাচ্ছেন তিনি।

২০০৭ সাল থেকে চাকরির পরীক্ষায় বসা শুরু করেন গীতশ্রী। তিনি জানান, ৩ বার এস এস সি দিয়েছেন। একাধিক পরীক্ষা দিয়েছেন কিন্তু চাকরি পাননি তিনি। বয়স পেরিয়ে যাওয়ায় বর্তমানে সরকারি চাকরির জন্য বসতে পারেন না সে। তবুও হাল ছাড়তে নারাজ তিনি।

গীতশ্রী জানান, ২০১০ সালে ন্যাজাট এলাকাতেই বিয়ে হয়েছে তাঁর। স্বামী কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মরত ছিলেন। কিন্তু কোন পরিস্থিতিতে তার সেই কাজ চলে গিয়েছে।

সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সংসারের খরচ চালাতে হাঁস-মুরগী পালন করছেন তিনি। একটি সংগঠনের থেকে পাওয়া সেলাই মেশিনে ছোটখাটো কাজও করেন। কিন্তু সব মিলিয়ে মাসে ১৫০০ টাকার বেশী রোজগার হয় না। গীতশ্রী বলেন, ‘বর্তমানে কোন উপায় না দেখে ১০০ দিনের কাজের জন্য আবেদন করেছি। জব কার্ড পেয়ে গেলে স্বামী-স্ত্রী দুজনেই মাটির কাজ করব। লজ্জা পেলে তো আর পেট চলবে না। মাঝেমধ্যে মনে হয়, চাকরির জন্য পড়াশোনা করবো না। এত কষ্ট করে এতদূর লেখাপড়া করে কি হলো সেটাই বুঝতে পারিনা।’